Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১১, ২০২৩, ১২:৪৮ পিএম


বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন অস্থায়ী মঞ্চে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

পরে উক্ত স্থানে জেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম শাহীনসহ অন্যরা।

এআরএস

Link copied!