Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মোটর শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৩, ০১:০৮ পিএম


খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মোটর শোভাযাত্রা

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা করা হয়েছে। কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে বাগেরহাটের কচুয়ায় রোড শো বের করেন নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) সকালে যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে কচুয়া উপজেলার চার রাস্তার মোড় থেকে রোড শো বের করা হয়।

সহাস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট, গজালিয়া, গোপালপুরসহ ৭টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করে বাধাল বাজার হয়ে মোটর শোভাযাত্রাটি সাইনবোর্ড এলাকায় এসে সবশেষ পথসভায় মিলিত হয়।

পথ সভায় বক্তব্যে দেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিষ্ণু দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আকতার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ আরও অনেকে।

এআরএস

Link copied!