Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৩, ০৮:২৯ পিএম


উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়েছে। শনিবার(১১ নভেম্বর) দুপুরে স্কুলের জারুল চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। 

৯ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া খাইরুল সুকন্যা‍‍`র সঞ্চালচায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীন। এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আহসান হাবীব নীলু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উপ-পরিচালক যতীন্দ্র নাথ বম্মর্ণ, উলিপুর লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন।

উল্লেখ্য, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২২ সালের ১৫৩, এসএসসি ২০২৩ সালের ৯৮, প্রাথমিক সমাপনী বৃত্তি ২৪ জন ও আমিন ফরিদা শামীম সোসাইটি‍‍`র উদ্যোগে ৩য়,৪র্থ,৫ম ও ৮ম শ্রেনীর ৯৮ জনসহ মোট ৩৬০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 

Link copied!