Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পানছড়িতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৩, ০৬:১৬ পিএম


পানছড়িতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে শাহানাজ বেগম (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার  (১২নভেম্বর)  দুপুরের দিকে  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  সুদক্ষ দিক-নির্দেশনায় পানছড়ি থানার উপ-পরিদর্শক  এসআই (নিঃ) মোহাম্মদ ইউছুফ, সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় অবরোধ ও পিকেট ডিউটি পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন ৫নং উল্টাছড়ি ইউপির ১নং ওয়ার্ড মোল্লাপাড়া  আক্কাছ আলীর টিলার সামনে মোল্লাপাড়া হইতে ফাতেমানগর গামী পাকা রাস্তার উপর  আসামী শাহানাজ বেগম (৫৫),১৫০ পিচ কমলা রংয়ের ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শাহানাজ বেগম (৫৫) পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন এর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, এর স্ত্রী।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.হারুন উর রশীদ জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এইচআর

Link copied!