Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাভারে কুরিয়ার সার্ভিসের পরিবহন থেকে ইয়াবা উদ্ধার

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৩, ০৯:৩১ পিএম


সাভারে কুরিয়ার সার্ভিসের পরিবহন থেকে ইয়াবা উদ্ধার

সাভারে এস এ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের পরিবহন থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে সেখান থেকে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকেলে সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পরিবাহনের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে মাদক ব্যবসায়ীরা এস এ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটায় করে আড়াই হাজার পিস ইয়াবা সাভারে পাঠায়। বিকেলে এস এ পরিবহনের সাভার শাখা থেকে সেই ইয়াবা গ্রহণ করতে আসেন বাবলু ও শরিফ নামের স্থানীয় দুই মাদক ব্যবসায়ী। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াই হাজার পিচ ইয়াবাসহ তাদের দু’জনকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া এই মাদক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএস

Link copied!