রাঙ্গামাটি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৩, ০৪:৫৬ পিএম
রাঙ্গামাটি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৩, ০৪:৫৬ পিএম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়-দুস্থ পাহাড়ী-বাঙালী মহিলাদের মাঝে সেলাই মেশিন, অন্যান্য সামগ্রিসহ চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে প্রান্তিক হল প্রাঙ্গনে সোমবার সকালে এই সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন। দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ছাড়াও অসহায়দের মানবিক সহায়তা হিসাবে ১ লাখ ৬৬ হাজার আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, স¤প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করছে এবং রাঙ্গামাটির দূর্গম এই পাহাড়ী এলাকার সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জিটুআইসি মেজর আসফিকুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচআর