Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ১১:৩৮ এএম


নলছিটিতে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

ঝালকাঠির বরিশাল-পিরোজপুর মহাসড়কে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে একজন নিহত হয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি নিশ্চিত করেছেন।  

নিহত হাসান আকন (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় সুপারি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। আর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর

Link copied!