Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ১১:৪০ এএম


রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় কানাই রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সড়ক আইনে মামলা রুজু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!