Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অসুস্থ গরু জবাইয়ে চেষ্টা, কসাইয়ের জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ০৯:১২ পিএম


অসুস্থ গরু জবাইয়ে চেষ্টা, কসাইয়ের জরিমানা

জয়পুরহাটে কালাই উপজেলায় একটি অসুস্থ গরু জবাইয়ের প্রস্ততির সময় লিটন প্রামাণিক নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।

অভিযুক্ত উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামেন মৃত মমতাজ উদ্দিনের ছেলে লিটন প্রামাণিক বলে জানা গেছে। স্থানীয়ভাবে তাকে সবাই কসাই বলে ডাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবান্ন উৎসব উপলক্ষে উপজেলায় জিন্দারপুর ইউনিয়নের কুজাইল করিমপুর এলাকায় এলএসডি রোগে আক্রান্ত গরু নিয়ে আসেন স্থানীয় কসাই লিটন প্রামাণিক। রাতের আঁধারে জবাই করার প্রস্তুতি সময় একটি গরুসহ ভটভটি আটক করেছে স্থানীয়রা।

পরে স্থানীয় ইউপি সদস্য আবু কালামকে খবর দেন। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিসারকে খবর দেন ওই ইউপি সদস্য। ঘটনার সত্যতা পাওয়ায় কসাই লিটন প্রামাণিককে ১০ হাজার টাকা জরিমানা করেন প্রশাসন। পরে অসুস্থ গরু জবাই করে মাটিতে পুঁতে রাখা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. হাসান আলী বলেন, ক্রয়কৃত মাংস অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট দেখে নিতে হবে। সন্দেহ হলে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ রইলো।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস বলেন, জনসাধারণ ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধির তথ্যের ভিত্তিতে মোলামগাড়ি হাটে একটি অসুস্থ গরু (LSD) রাতের বেলায় জবাইয়ের চেষ্টা করার দায়ে লিটন প্রামাণিক নামে একজন কসাইকে ১০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!