Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পোকা মারার ট্যাবলেট খেয়ে প্রাণ গেল গৃহবধূর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ০৯:২১ পিএম


পোকা মারার ট্যাবলেট খেয়ে প্রাণ গেল গৃহবধূর

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ছোটনি বেগম (১৯) নামে এক গৃহবধূ কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছোটনি বেগম মৃত ঘোষণা করেন।

ছোটনি বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের তাজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস পূর্বে ছোটনি বেগমের অমতে তার বাবা মা শারীরিক প্রতিবন্ধী দ্বীন ইসলামের কাছে বিয়ে দেয়। এ নিয়ে অভিমান করে স্বামী দ্বীন ইসলামের বসত ঘরে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে তার শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. আতিকুর রহমান বলেন, পোকা মারার ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!