Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনের পর

কক্সবাজারে ১৬০ কোটি টাকার ৭১ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

নভেম্বর ১৫, ২০২৩, ০৩:১৬ পিএম


কক্সবাজারে ১৬০ কোটি টাকার ৭১ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: নির্মিত বহুমুখী দুর্যোগ আশ্রয়

তিনদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে ৮৮ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷ যার মধ্যে ছিল দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎসহ একাধিক প্রকল্প৷ যাওয়ার চতুর্থদিনের মাথায় কক্সবাজারে ১৬০ কোটি টাকা ব্যয় সংবলিত ৭১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্প গুলোর মধ্যে ছিল, ৮২ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মহেশখালী কালারমারছড়ার এসপিএম প্রকল্প, ৫৭ কোটি টাকা ব্যয়ে রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র, কক্সক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে ১০ তলা লিডারশিপ ট্রেনিং সেন্টার, কক্সবাজার ডিসি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন৷

অপরদিকে, ৬৭ টি প্রকল্প একাই বাস্তবায়িত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার৷ সেগুলো হলো, ১৬৬ কোটি ৫০ লাখ ব্যয়ে নির্মিত ৪৭ টি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র ও ১৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ২০ টি প্রাথমিক বিদ্যালয় ভবন৷

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো.মামুন খান দৈনিক আমার সংবাদকে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত ৬৭ টি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৮২ কোটি ৫৫ লাখ টাকা। যার মধ্যে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নিমার্ণে ১৬৬ কোটি ৫০ লাখ এবং ২০ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ১৬ কোটি ৫ লাখ টাকা ব্যয় হয়৷

উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার প্রান্তে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব.) নুরুল আবছার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, রামু বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীসহ অনেকেই।

এআরএস

Link copied!