Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নান্দাইলে আনন্দ মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৩, ০৮:২৬ পিএম


নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নান্দাইলে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) ৭টা ২০ মিনিটের দিকে নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার। সাত তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন” স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিলটি।

পরে মিছিল শেষে উপজেলা সদর ডাক বাংলোর সামনে সংসদ সদস্যের নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!