Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তফসিলের প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১৫, ২০২৩, ০৯:৩৩ পিএম


তফসিলের প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জের মুসলিম কোয়ার্টার এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একতরফা তফসিল প্রত্যাখ্যান করে শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ওদিকে রাত পৌনে ৯টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ফের বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় টিকতে না পেরে পুলিশ সদস্যরা পাশের মুন কমিউনিটি সেন্টারে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এআরএস 

Link copied!