Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ১৫, ২০২৩, ০৯:৪৪ পিএম


নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্ব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধাবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নন্দনকানন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত। শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে। তাই আমরা এই ঘোষিত তফসিল কে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,  সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, নুরুল আজিম রনি, মোরশেদুল  আলম, মো. দেলোয়ার, হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি, মনিরুল ইসলাম, মহসিন কলেজ কলেজ ছাত্র লীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক, শুভ দত্ত. মো. রুবেল, ইসমাইল সাকিব ও ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।
এআরএস

Link copied!