নভেম্বর ১৬, ২০২৩, ০১:৪১ পিএম
আজ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলে আসা অস্ট্রেলিয়া। দুই দলের র্যাঙ্কিংয়ে আকাশ-পাতাল তফাত হলেও ভালো কিছুর আশায় মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল।
ফিফা র্যাঙ্কিংয়ে ‘সকারুস’ খ্যাত অস্ট্রেলিয়ার অবস্থান ২৭ নম্বরে, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং ১৮৩। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বাছাইপর্বে ‘আই’ গ্রুপের ম্যাচে তাদের মোকাবেলা করবে বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন রেকটিংগুলার স্টেডিয়ামে।
বাংলাদেশ সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখি হয়েছিল যথাক্রমে কুয়েত, আফগানিস্তান (দুই বার) ও মালদ্বীপের (দুই বার)। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ধাপে মালদ্বীপকে টপকেই অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
এই ম্যাচের আগে মাত্র দুইবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে সকারুসদের মুখোমুখি হওয়া দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজ বাহিনী। প্রথমবার তাদের মাঠে ৫-০ গোলে হারের পর ঘরের মাঠেও ৪-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এইচআর