Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৩, ০৩:৪৭ পিএম


পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ইর্শালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ান উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ইর্শালডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পারিবাহিক সূত্রে জানা যায়, আরিয়ান সকালে খেলা করতে বের হয়। অনেক ক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে পাওয়া যায়। আরিয়ানকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

স্বরুপপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বারের রায়হান উদ্দিনের সঙ্গে যোগায়োগ করলে তিনি বলেন, শিশুটি তার ভাইপো হয়। ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাটি নিশ্চিত করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, এ রকম কোন ঘটনায় আমার জানা নেই।

এআরএস

Link copied!