Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৩, ০৫:১১ পিএম


টাঙ্গাইলে ট্রেনে আগুনের ঘটনায়  তদন্ত কমিটি

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে নাশকতার উদ্দেশ্য এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা বলছে পুলিশ ও রেল বিভাগ। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ন ও একটি বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, রাত পৌনে তিনটার দিকে টাঙ্গাইল স্টেশনে দাড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে রাত পৌনে তিনটার  আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্টেশন কর্তৃপক্ষ।  খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময়  ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি পুরোপুরি এবং একটি বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে খবর পেয়ে সকালে রেলওয়ের উর্ধতন কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

রেলওয়ে পাকশি বিভাগের মহাব্যবস্থাপক সাহ্ সুফি নুর মোহাম্মদ জানিয়েছেন,  প্রথমিকভাবে এটি নাশকতা বলে মনে করছেন তারা। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা দায়ের করবে। তারাও এ নিয়ে কাজ করছেন।

এআরএস

Link copied!