Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১৭ নভেম্বর নান্দাইলে শহীদ দিবস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৩, ০৯:০৬ পিএম


১৭ নভেম্বর নান্দাইলে শহীদ দিবস

আগামীকাল ১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস। যথাযোগ্য মর্যাদায় নান্দাইলবাসী এ দিবসটি পালন করে।

১৯৭১ সালের ১৭ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে মুক্ত করার লক্ষে পাকবাহিনীর সহযোগী রাজাকার বাহিনী র বিরুদ্ধে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা যুদ্ধ করে পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা শামসুল হক সম্মুখ যুদ্ধে নিহত হন।

রাজাকাররা থানা আওয়ামী লীগের সভাপতি শাহ নেওয়াজ ভূইয়া, মিয়া চাঁন ও ছুবেদ আলীকে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে এদিনটি কে নান্দাইলবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

নান্দাইল শহীদ দিবস উপলক্ষে নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন এবং মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবে।

এআরএস

Link copied!