Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

বৈদ্যুতিক সর্ট সার্কিটে হার্ডওয়্যার গোডাউনে আগুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৩, ০৭:০৬ পিএম


বৈদ্যুতিক সর্ট সার্কিটে হার্ডওয়্যার গোডাউনে আগুন

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুইটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (১৭ নভেম্বর ) বিকেলে টেপা মধুপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যার আগে   হঠাৎ করে মধুপুর বাজারের মা হার্ডওয়্যার এর পাশের একটি গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তুলার মালামালের গোডাউন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

টেপা মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন  করেছেন। কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এইচআর

Link copied!