Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেনাপোলে ১৬ ককটেল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৩, ০৭:০৬ পিএম


বেনাপোলে ১৬ ককটেল উদ্ধার

যশোরের বেনাপোল বালুন্ডা এলাকায় একটি পুকুর পাড় থেকে ১৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) ভোরে ককটেল গুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে মধ্যে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরএস

Link copied!