Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঝালকাঠিতে আমনের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৩, ০৮:২২ পিএম


ঝালকাঠিতে আমনের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলীর প্রভাবে আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন আবাদের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অতি বৃষ্টি ও বাতাসে আমন ধানের ক্ষেতে পানি জমে মাটিতে লুটিয়ে পড়েছে। 

বিভিন্ন স্থানে গাছ উপরে পরে এখন পর্যন্ত(২৪ ঘন্টা)  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা গাছ কেটে আপসারনের চেষ্টা করছে। শীতকালীন সবজি নষ্ট হয়ে চাষিরাও পড়েছেন বিপাকে। শুক্রবার দিনভর চলে বৃষ্টি আর দমকা বাতাস।

কৃষকরা জানান, বৃষ্টি আর বাতাসে আমনের বিজ ও শীতকালীর সবজি চাষের জমিগুলোতে পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম জানান, এখন যেভাবে বৃষ্টি ও বাতাস হচ্ছে তাতে শুয়ে পড়ার তেমন বেশি আশঙ্কা নেই। তবে আমান আবাদে যেসব বীজের মাথায় ধান এসেছে সেগুলো শুয়ে পড়তে পারে। কিন্তু এখনও বেশিরভাগ ধানে থোর পর্যন্ত হয়েছে, মাথায় ভার না হওয়ায় সেগুলো শুয়ে পড়বে না। শীতকালীন সবজির বিষয়ে তিনি জানান, যেসব স্থানে শীতকালীন সবজি চাষ করা হয়, সেসব ক্ষেতগুলো সজ্জন বা কাঁদি পদ্ধতিতে। এজন্য পানি জমতে না পারায় কৃষি ক্ষেতে ক্ষতির আশঙ্কাও খুবই কম।

এআরএস

 

Link copied!