Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ছয় ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৯, ২০২৩, ১২:৩০ পিএম


ছয় ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

জামালপুরের সরিষাবাড়িতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর পুনরায় রেল চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার দিনগত রাত সোয়া ১টার দিকে চলন্ত ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই সময় ট্রেনের তিনটি বগি পুড়ে যায় এবং সরিষাবাড়ি-ঢাকা রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় সরিষাবাড়ি সহকারী স্টেশন মাস্টার আব্দুস ছালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে পুলিশ স্টেশনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন।

হকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, যমুনা আন্তনগর ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় কে বা কারা আগুন দেয়, তা জানা যায়নি। এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া বগিসহ ট্রেনটি সকাল ৭টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, এই ঘটনায় মামলা করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামি শনাক্ত করতে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।

আরএস

Link copied!