Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে ফুটবল খেলার ফাইনাল দেখতে দর্শকের ঢল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৩, ০৪:১১ পিএম


মির্জাপুরে ফুটবল খেলার ফাইনাল দেখতে দর্শকের ঢল

টাঙ্গাইলের মির্জাপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে একতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া।

এছাড়া গাজীপুর সাবেক পুলিশ সুপার আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, বহুরিয়া ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ফজলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রথমার্ধে একটি গোল করেন গোলাকান্দা সানরাইজ ইয়ুথ ক্লাব ধামরাই দল। পরে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে প্রতিপক্ষ দল গোল না করতে পারলে ১-০ গোলে বিজয়ী হয় গোলাকান্দা সানরাইজ ইয়ুথ ক্লাব ধামরাই দল। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফিসহ প্রাইজ মানি এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রদান করেন অতিথিবৃন্দরা।

এআরএস

Link copied!