Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মালিকবিহীন ৬ ভারতীয় মহিষ আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৩, ০৪:৪৫ পিএম


মালিকবিহীন ৬ ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশায় মালিকবিহীন ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। বিওপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ছয়টায় সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর এর নিকট গেলে জানতে পারে যে মহিষগুলো সারাই গেছি মোড়ের কাছে আছে।

তথ্য মোতাবেক ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সরাইগাছি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মহিষগুলি আটক করেন তারা। এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আটকৃত মহিষগুলির আনুমানিক মূল্য  ১২ লাখ টাকা। নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষগুলোকে পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।

এইচআর

Link copied!