Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শামীম ওসমানের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ১২:১৬ পিএম


শামীম ওসমানের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করলেন নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

সোমবার (২০ নভেম্বর) তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে রোববার বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ এ মনোনয়ন পএ সংগ্রহ করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ একে এম শামীম ওসমান নৌকার ব্যানারে মনোনয়ন সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ২০১৪ ও ২০১৮ সালে পর পর দুই বার নির্বাচিত হয়ে চার আসনের দায়িত্ব পালন করেন। এবার ও তিনি নারায়ণগঞ্জ -৪ আসনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

এইচআর

Link copied!