Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় উপজেলা জামায়াতের আমির আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ০১:২০ পিএম


বাগাতিপাড়ায় উপজেলা জামায়াতের আমির আটক

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির আফজাল হোসেনকে আটক করছে পুলিশ। রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে আটক করা হয়।

উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন পৌর এলাকার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান বলেন, নাশকতার মামলায় বাগাতিপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির আফজাল হোসেনকে রোববার রাতে আটক করা হয়। পরে আজ সোমবার (২০ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

এইচআর
 

Link copied!