Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শামীম ওসমান

শেখ হাসিনা কারো কাছ মাথা নত করে না

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ০৮:২৬ পিএম


শেখ হাসিনা কারো কাছ মাথা নত করে না

শামীম ওসমান বলেছেন শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তিনি হিমালয় পর্বতের মতো শক্ত। ওনি জানেন সামনে আরো আঘাত আসতে পারে। তারপরও তার কঠোর সিদ্ধান্তে তিনি অটল। আপনারা ও তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবেন।

সোমবার (২০ নভেম্বর) বিকালে ফতুল্লার পঞ্চবটী এলাকার আওয়ামী লীগের ডাকা শান্তি পূর্ণ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এসময় শামীম ওসমান আরও বলেন, পৃথিবীর সকল দেশকে বলতে  যারা আমাদের হুমকি দামকি দেন আপনারা মনে কইরেন না আপনাদের কারনে দেশ স্বাধীন হয়েছে। এদেশের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। কারো করুনায় নয়। 

তিনি বলেন আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আরে কারে ভয় দেখান। ৭৫ এর পর যাদের জন্ম তারা মৃত্যুকে ভয় পায় না। তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোন সুস্থ মানুষের কাজ না। এদেশের মুক্তি কামী জনতা বিএনপিকে বয়কট করেছে। জনগণ যদি একবার ক্ষেত্রে যায় তাহলে পালানোর পথ খুজে পাবেন না। আমরা দৈর্য ধারন করছি। কেননা আমাদের দৈর্য ধারন মহৎ গুন। 

আরএস

Link copied!