Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লায় ১১ আসনে নৌকার টিকেট চান যারা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

নভেম্বর ২২, ২০২৩, ০৬:০৫ পিএম


কুমিল্লায় ১১ আসনে নৌকার টিকেট চান যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেট প্রত্যাশী কুমিল্লার প্রায় ৮০ জন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নৌকা নিয়ে এমপি পদে লড়তে জেলার ১১ আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন পত্র সংগ্রহ হয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ২৪ জন। প্রতিটি আসনেই বর্তমান সংসদ সদস্যরা যেমন আবারো দলের মনোনয়ন চেয়েছেন, তেমনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রিয় নেতা, ব্যবসায়ি এবং সমাজ সেবক । সুপরিচিত নামের পাশাপাশি অপরিচিত নামও রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। গতকাল ২১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহের সর্বশেষ সময় ছিলো; আগামী ২৩ নভেম্বর দলটির মনোনয়ন বোর্ডের সভা- সেখান থেকেই জানা যাবে সারা দেশে কোন আসনে কে হচ্ছেন নৌকার মাঝি। বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে সম্ভাব্য নাম গুলো হলো-  

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন- সুবিদ আলী ভূইয়া এমপি ও তার পুত্র দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন- লিমা আহমাদ মেরী এমপি, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপিতি অধ্যাপক আবদুল মজিদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম।

কুমিল্লার ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৮০ জন কুমিল্লা-৩ (মুরাদনগর) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন- ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম কাজল।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৭ জন। তারা হলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নিউ ইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, মহিলা শ্রমিকলীগের কেন্দ্রিয় সভাপতি সুরাইয়া আক্তার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল, সাবেক এমপি ও মন্ত্রী গোলাম মোস্তফার ছেলে ড. ইফতেখার মোস্তফা।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৪ জন।  তারা হলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক আইন মন্ত্রী মরহুম এডভোকেট আবদুল মতিন খসরুর ছোট ভাই এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু ছালেক ( সেলিম রেজা সৌরভ), ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী,  কেন্দ্রীয় যুবলীগ নেতা এহতেশামুল হাসান ভূইয়া রুমী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের, সাবেক ছাত্রলীগের নেতা  আনিসুর রহমান (মিঠু), কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম,  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা  আব্দুস সালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট  মো. জাহাঙ্গীর আলম ভূইয়া,  ইঞ্জি ঃ  মো. আল আমিন,  মো. ওমর ফারুক,   এমএ মতিন (এমবিএ) , মো. মোকবুল হোসেন ভুইয়া, বুড়িচং উপজেলা চেয়ারম্যান  আলখাক হায়দার,  মো. আব্দুল জলিল, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরুর সহধর্মিনী সেলিমা সোবহান খসরু, ব্যারিষ্টার  সোহরাব খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  মো.শাহ জালাল মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।

কুমিল্লা-৬ (সদর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী আকবর, ভিক্টোরিয়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, যুবলীগ নেতা মাহবুবুর রহমান রুবেল।

কুমিল্লার ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্তত ৮০ জন কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- ড. প্রাণ গোপাল দত্ত এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিন আশরাফ টিটু, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা এডভোকেট শাহজালাল মিঞা শিপন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীনন আক্তার, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক সদস্য জাকির হোসেন আজাদ।

কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন।  তারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবদুল মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রিয় ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য লায়ন মোহাম্মদ নূর নবী,  বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন- অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু সোহেল, রোশন আবেদীন স্নিগ্ধা।

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৮ জন ; তারা হলেন- সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হাসান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়শা জামান, সাবেক মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ি তমিজুদ্দিন সেলিম, আওয়ামীলীগ নেতা বজলুর রশিদ ভুলু, কেন্দ্রিয় যুবলীগের সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা।

এআরএস

Link copied!