বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধ
নভেম্বর ২২, ২০২৩, ০৬:২৯ পিএম
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধ
নভেম্বর ২২, ২০২৩, ০৬:২৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে হত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই মূলহোতা ইমন মিয়াকে আজ (বুধবার) সকালে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
ঘাতক ইমন মিয়াকে পালানোর সময় ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হত্যা মামলার আইও বাঞ্ছারামপুর মডেল থানার এস আই মো. নুরুজ্জামান ছদ্ধবেশে ছলিমাবাদ বাজারেরে জাহাঙ্গীর মার্কেটের পিছন থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলো। এসময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথাড়ি পেটায়। এসময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) নূরে আলম বলেন, জসিম হত্যাকাণ্ডের প্রধান আসামি ইমনকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআরএস