নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৩, ০৭:৫৬ পিএম
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৩, ০৭:৫৬ পিএম
বগুড়ার নন্দীগ্রামে চলন্ত সিএনজির পেছনে যানবাহনের ধাক্কায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। ঘাতক অজ্ঞাত যানবাহনটি সনাক্ত করা যায়নি।
বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক আহসান হাবিব (৪৫) শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়ার আনিছুর রহমানের ছেলে। আহত দুই যাত্রীর পরিচয় জানা যায়নি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নন্দীগ্রাম থেকে যাত্রী তুলে সিএনজি (বগুড়া-থ ১১-২৮৩৮) নিয়ে বগুড়ার দিকে রওনা হন চালক হাবিব। পথিমধ্যে মহাসড়কের কাথম এলাকায় চলন্ত সিএনজির পেছনে ধাক্কা দেয় অজ্ঞাত একটি যানবাহন। ঘটনাস্থলেই নিহত হন চালক। সিএনজি দুমড়ে মুচড়ে দুই যাত্রী আহত হয়েছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আববাস আলী জানান, সিএনজি চালকের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি সনাক্ত করা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
এআরএস