Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাইবান্ধা-৩ আসন

আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫ প্রার্থী

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৩, ০৮:১৬ পিএম


আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) সংসদীয় আসনে  আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে ১৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন- বর্তমান এমপি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহামুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড. জরিদুল হক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব  সাহারিয়া খান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক সহিদুল্যাহেল কবির ফারুক, আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ এম এস রহমান, আ.লীগ সদস্য ও দড়ি জামালপুর রোকেয়া সামাদ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগ সদস্য, আজিজার রহমান বিএসসি, মতিয়ার রহমান, নেহার রঞ্জন সরকার, স্ব-স্ব আস্থা ভাজন ও অনুসারী দলীয় নেতাকর্মী সাথে নিয়ে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করেছেন।

এআরএস

Link copied!