Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক চার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৩, ০৮:২৮ পিএম


চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক চার

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজা, একটি মিনি পিকআপসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক‌বিরোধী টাস্কফোর্স।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো. সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো. আনারুল হক (৩০)।

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কোস্টগার্ডর সমন্ব‌য়ে গ‌ঠিত টাস্কফোর্স টিম সদর উপজেলার হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে মাদক‌বিরোধী অভিযান প‌রিচালনা করে। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), একটি মিনি পিকআপ, দুটি স্মার্টফোন ও দুটি মোবাইলসহ তাদের আটক  করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

Link copied!