Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সমস্যা চিহ্নিতকরণে সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৩, ০৯:০৯ পিএম


পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সমস্যা চিহ্নিতকরণে সভা

তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিষয়ে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিষয়ে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদ-মর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুুরা এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আঞ্চলিক পরিষদের প্রতিনিধি গৌতম দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!