Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৩, ০৩:৪৩ পিএম


গফরগাঁওয়ে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
স্বজনদের আহাজারি। ছবি: আমার সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মো. রাইয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হাফেজ মাওলানা শাহজাদার ছেলে।

নিহতের কাকা স্থানীয় ইউপি সদস্য মাজহারুল ইসলাম সজিব বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে রায়ানের দাদা তাঁকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসে। পরে মাদ্রাসা থেকে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে থাকে। এসময় প্রতিবেশী এক নারী শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন কে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা রাইয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআরএস

Link copied!