Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে নসিমন-সিএনজি শ্রমিকের সংঘর্ষে আহত ১০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৩, ০৪:২৯ পিএম


বাহুবলে নসিমন-সিএনজি শ্রমিকের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বাহুবলে নসিমন ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের হামিদনগর সিএনজি স্ট্যান্ডে।

জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের সাতকাপন গ্রামের আওলাদ মিয়ার ছেলে মো. হোসেন মিয়া (৩৫) নিজের নসিমন গাড়ি নিয়ে হামিদনগর বাজারে আসলে ভেড়াখাল গ্রামের কালা মিয়ার ছেলে শরিফ উদ্দিনের সিএনজির সাথে ধাক্কা লাগে।

এসময় নসিমন চালক হোসেন মিয়া ও সিএনজি চালক শরিফ উদ্দিনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা শরিফ উদ্দিনের পক্ষ নিয়ে নসিমন চালক হোসেন মিয়াকে মারধোর করে। এ ঘটনার খবর পেয়ে সাতকাপন গ্রামের কয়েক যুবক প্রতিবাদ করলে সিএনজি শ্রমিক ও সাতকাপন গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বাদে।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে পক্ষের মধ্যে ইটপাটকেল ছুঁড়াছুঁড়ি শুরু হয়। এসময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত অবস্থায় শংকরপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে সিএনজি চালক রুবেল মিয়া(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এইআর
 

Link copied!