Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় বাস চাপায় বৃদ্ধ নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৩, ০৪:৪৫ পিএম


ভালুকায় বাস চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকার সৌখিন পরিবহনের একটি বাসের চাপায় হেকমত আলী আকন্দ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত হেকমত আলী ভান্ডাব এলাকার মৃত আফাজ উদ্দীন আকন্দের ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁরিতে নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা বাসটি ময়মনসিংহ যাওয়ার পথে বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক বাসটিকে উপজেলার নিশিন্দা এলাকা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

এইচআর

Link copied!