Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

শরণখোলায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৩, ০৫:০৫ পিএম


শরণখোলায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

বাগেরহাটের শরণখোলায় সোনিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর কদমতলা গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদার (৩৫) পলাতক রয়েছেন।

নিহত সোনিয়া বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের মেয়ে। ৫ থেকে ৬ বছর আগে শরণখোলার উত্তর কদমতলা গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় তার। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী সাদ্দাম হোসেন পরকীয়ায় আসক্ত। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায় সোনিয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই আল-আমীন হাওলাদার বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআরএস
 

Link copied!