Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়ি চোলাইমদসহ মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৩, ০২:০৭ পিএম


মানিকছড়ি চোলাইমদসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেলসহ মো. নূরুল হক(৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি থেকে  চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নূরুল হক জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

এআরএস

Link copied!