Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চকরিয়ায় বৃদ্ধকে হত্যাচেষ্টা মামলার আসামি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৩, ১০:২৪ এএম


চকরিয়ায় বৃদ্ধকে হত্যাচেষ্টা মামলার আসামি আটক

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে হত্যাচেষ্টা ও কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করার মামলার প্রধান আসামি শহীদুল্লাহ ( ৩০) কে আটক করেছে র‌্যাব-১৫। আটক শহীদুল্লাহ খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকার মৃত আবদুস ছালামের ছেলে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- শহরের শহীদ মিনার এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে শহীদুল্লাহকে আটক করে। তিনি হত্যাচেষ্টা ও কুপিয়ে ভিকটিমের আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনার মূলহোতা এবং দায়েরকৃত মামলার এজাহারনামীয় ১নং আসামি।

আটক শহীদুল্লাহ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এআরএস

Link copied!