Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে শপথ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৩, ০৪:৪৩ পিএম


ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে শপথ

নওগাঁর ধামইরহাটে একসঙ্গে ৪শ’ কিশোর-কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে শপথ গ্রহণ করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার তালঝাড়ী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রাম কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

উপজেলার ধামইরহাট, উমার, জাহানপুর ও আলমপুর ইউনিয়নের চারটি পয়েন্টে পৃথকভাবে টানা ১৬ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে। প্রতিটি ইউনিয়নে একশ কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

বাল্যবিয়ে ও মাদককে না বলুন এবং সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধের জন্য প্রচারাভিযান কর্মসূচি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালনের শপথ গ্রহণ করেন তারা।

এসময় রাখেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, জেন্ডার প্রমোটর মনিরা আক্তার, আরশি আক্তার, শরিফা খাতুন প্রমুখ।

এআরএস

Link copied!