Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে গৃহবধূ খুন, স্বামী-সন্তান আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২৬, ২০২৩, ০৯:২১ পিএম


বরিশালে গৃহবধূ খুন, স্বামী-সন্তান আটক

বরিশাল নগরীতে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূকে খুনের ঘটনায় স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) ভোরে নগরীর জর্ডন রোড এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের স্বামী আওলাদ হোসেন ছাপাখানার কাঁচামাল ব্যবসায়ী। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পরপরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। পরে তার চিৎকারে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, বিষয়টি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!