Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহাদেবপুরে বাসে আগুন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৩, ১২:৫০ পিএম


মহাদেবপুরে বাসে আগুন

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্সের পূর্বগেট সংলগ্ন মাসুদ ফিলিং স্টেশনের বিপরীতে এই ঘটনা ঘটে।

এসময় সেখানে পার্ক করে রাখা রাহি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জলে ওঠে।

জানতে পেরে টহল পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আশরাফুর রহমান বলেন, বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এইচআর

 

 

Link copied!