মোহাম্মদ আলী, বগুড়া
নভেম্বর ২৮, ২০২৩, ০৯:৫৭ এএম
মোহাম্মদ আলী, বগুড়া
নভেম্বর ২৮, ২০২৩, ০৯:৫৭ এএম
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মো.মুজিবুল হক চুন্নু।তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে গণমাধ্যম কে জানিয়েছেন তিনি।
বগুড়ার ৭টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)আসনে গোলাম মোস্তফা বাবু মন্ডল, বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বগুড়া-৩ (আদমদিঘি- দুপচাচিয়া) আসনে নুরুল ইসলাম তালুকদার এমপি, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শাহীন মোস্তফা কামাল ফারুক, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মো. ওমর ফারুক, বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে আজিজ আহমেদ রুবেল এবং বগুড়া-৭ (গাবতলি-শাহাজানপুর)আসনে এটিএম আনিসুল ইসলাম পিন্টু।
এআরএস