Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সোলায়মান আলম শেঠ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৩, ১০:৪২ এএম


খাগড়াছড়িতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সোলায়মান আলম শেঠ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডডিয়াম সদস্য মো. সোলায়মান আলম শেঠ।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুু।

দশম ও একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনেও খাগড়াছড়ি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন মো. সোলায়মান আলম শেঠ।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি আসনে ৩ লাখ ৫৭ হাজার ১৫৪ কাস্টিং ভোটের বিপরীতে মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৩৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ৩৬ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর আগেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতা করে প্রায় ৬ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

এআরএস

Link copied!