নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩, ০১:৩০ পিএম
নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩, ০১:৩০ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে একজন শিক্ষার্থী। সে উপজেলার লক্ষীপাশা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মো: ফিরোজ খানের মেয়ে মোসা. সুরাইয়া খানম (১৮) গত রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ইতিহাস বিষয়ে ফেল করে।
এই অভিমানে সে সোমবার ( ২৭ নভেম্বর) বিকালে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর সুরাইয়ার ছোট বোন আত্মহত্যার ঘটনা দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ও আশেপাশের মানুষ ছুটে এসে সুরাইয়াকে উদ্ধার করে দ্রুত লাহুড়িয়ার একটি সেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে লাহুড়িয়া ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এআরএস