Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেছারাবাদে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৩, ০৪:২৬ পিএম


নেছারাবাদে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) রাজিয়া আক্তার(১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার সন্ধ্যার পরে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের দ. বালিহারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নেছারাবাদ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নিহত রাজিয়া ওই গ্রামের মো. জলিলের মেয়ে এবং ফজিলা রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাথরুমে রাজিয়াকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার  বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়নাতদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!