Amar Sangbad
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫,

টাঙ্গাইলে মহাসড়ক থেকে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৩, ০৪:৫২ পিএম


টাঙ্গাইলে মহাসড়ক থেকে নারীর লাশ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কর পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ  টাঙ্গাইল সদর উপজেলার বিক্রম হাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কয়েকজন স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি খাদের ছন গাছের জঙ্গলের মধ্যে লাশ দেখতে পায়। এ সময় তারা পুলিশকে বিষয়টি অবহত করেন। পুলিশ গিয়ে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ওই নারীর আনুমানিক বয়স ৪০ থক ৪৫ বছর হতে পারে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, লাশের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!