Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৩, ১২:৫৪ পিএম


বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতার নীতিমালা বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো. হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন মিলন, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, অনলাইন এক্টিভিটি ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা ,বামনা প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন, বেতাগী প্রিন্ট মিডিয়া ফোরামের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার। প্রশিক্ষণে ৫৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

এআরএস

Link copied!