Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক স্বাভাবিক, সতর্কাবস্থায় পুলিশ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৩, ০১:১৭ পিএম


অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক স্বাভাবিক, সতর্কাবস্থায় পুলিশ

টানা হরতাল অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে এবং উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ ১০ নেতা জেল হাজতে থাকার কারণে বিএনপির আন্দোলন যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

তাই বুধবারের অবরোধ কর্মসূচিতে বিএনপির কোন নেতা-কর্মীকে মাঠে নামতে দেখা যায়নি। সে ক্ষেত্রে ঢাকা- সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক এবং অবরোধের ডিউটিতে থাকা পুলিশ কে দেখা গেছে সতর্কাবস্থায় ।

বুধবার সকাল থেকেই পুলিশ মহাসড়কের আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকায় অবস্থান নেয়। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ নিজেই ফোর্স নিয়ে গিয়ে সেখানে ডিউটি পালন করছেন বলে জানান। তিনি জানান,  এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, বিএনপির কোন নেতা-কর্মীকে রাস্তায় বা আশে পাশে দেখা যায়নি। দৃষ্কৃতকারীরা কোন প্রকার নাশকতা যেন না ঘটাতে পারে সে জন্য পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

এআরএস

Link copied!