Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৩, ০৩:৩১ পিএম


কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার  ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার পাগলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চলাবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার তথ্য পাওয়ার পর সেখানে অফিসার ফোর্স পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরএস

Link copied!